Print Date & Time : 19 April 2025 Saturday 9:40 am

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে নাগরিকত্ব দিল ইতালি

ডেস্ক রিপোর্ট: আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলিকে নাগরিকত্ব দিয়েছে ইতালি সরকার। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ এবং রক্ষণশীল জনতাবাদী রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালির বার্ষিক উৎসবে অংশ নিতে শনিবার (১৪ ডিসেম্বর) রোমে অবস্থান করছেন মিলি।

সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ইতালি সরকার আর্জেন্টাইন নেতাকে নাগরিকত্ব দিয়েছে। তবে বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে তিনি।

ইতালির প্রচারমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে বেশকিছু রাজনীতিবিদসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মিলিকে নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। অনেকে দেখিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। কেননা ইতালিতে জন্মগ্রহণকারী অভিবাসীদের সন্তানদেরও নাগরিকত্ব পাওয়া কঠিন।

ইতালির নাগরিকত্ব আইন রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে। তবে ইতালিয়ান নাগরিকের দূরবর্তী বংশধররা রক্তের সম্পর্কের কারণে পাসপোর্ট পেতে পারেন।

বিরোধী দল ইউরোপা পার্টির একজন আইনপ্রণেতা রিকার্ডো মেগি বলেছেন, মিলিকে নাগরিকত্ব প্রদান করা অনেক তরুণের বিরুদ্ধে অসহনীয় বৈষম্যের মতো একটি কাজ।

এর আগে ফেব্রুয়ারিতে ইতালি সফরের সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট একটি টিভি ইন্টারভকে বলেছিলেন, তিনি নিজেকে ৭৫ শতাংশ ‘ইতালীয় অনুভব করেন’। কারণ হিসেবে বলেন, তার দাদা-দাদি ইতালীয় বংশোদ্ভূত ছিলেন। তার ইতালীয় অপেরার প্রতি অবিশ্বাস্য আবেগ রয়েছে।

লিবার্টেরিয়ান মিলি এবং রক্ষণশীল মেলোনি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছেন। গত মাসে বুয়েন্স আয়ার্সে সাক্ষাতের সময় আর্জেন্টাইন নেতা ইতালীয় অতিথিকে তার ট্রেডমার্ক চেইনসো চালিত একটি মূর্তি উপহার দেন।