Print Date & Time : 18 July 2025 Friday 10:50 am

‘আমার আচরণ ভালো নয়’, মেনে নিলেন কোহলি

ডেস্ক রিপোর্ট: ক্রিকেট মাঠে বিরাট কোহলির আগ্রাসী আচরণের কথা সবার জানা। জাতীয় দলে খেলা শুরুর আগেই তার যুদ্ধংদেহী মনোভাবের কথা ছড়িয়ে পড়েছিল। অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় একবার বাংলাদেশি পেসার রুবেল হোসেনের দিকে ব্যাট নিয়ে তেড়ে গিয়েছিলেন কোহলি।

ক্রিকেট মাঠে সময় যত গড়িয়েছে, তত নিজের আচরণের লাগাম টেনেছেন কোহলি। তবু ম্যাচের উত্তেজনায় কখনো কখনো নিজের সেই পুরোনো রূপে ফিরে যান ভারতের এই তারকা ব্যাটার।

সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে জরিমানা গুনেছিলেন কোহলি। সম্প্রতি আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে কোহলি বলেন, ‘আসলে অতিরিক্ত কিছু করার প্রবণতা থেকেই এমনি এমনটা (আগ্রাসী আচরণ) করি। আমি কখনোই এটা থেকে পিছপা হইনি। অনেকে হয়তো ব্যাপারটি পছন্দ করেন না। কিন্তু আমার এই মনোভাব হাল না ছাড়ার মানসিকতা থেকেই আসে।’

তবে ক্রিকেট মাঠে এমন আগ্রাসী হওয়া যে মোটেই দৃষ্টিসুখকর নয়, সে কথা ভালোই জানা কোহলির। তাই নিজের আচরণের খুঁত মেনে নিয়ে ভারতের সাবেক অধিনায়ক যোগ করেন, ‘আমি বলতে চাইছি, সাম্প্রতিক অতীতেও যা করেছি (কনস্টাসকে ধাক্কা দেওয়া), সেটা খুব একটা ভালো ব্যাপার নয়। সত্যি বলতে, আমি নিজেও এগুলোকে ভালো মনে করি না। আপনি বলতে পারেন, কিছু লোক তোমার সমালোচনা করছে। কিন্তু আমার মনে হয়, আরও অনেক মানুষ আছে, যারা এটা দেখে সত্যিই আনন্দ পায়।’

এদিকে ৩৬ বছরে এসেও নিজের প্রতিযোগিতামূলক মনোভাব কমেনি জানিয়ে কোহলি বলেছেন, ‘আমার প্রতিযোগিতামূলক মনোভাব এখনো কমেনি। আপনি চাইলে মনে মনেও আক্রমণাত্মক হতে পারেন। কিন্তু হতাশা থেকে মাঝেমধ্যে তা প্রকাশ করার দরকার নেই, যেটা আমি করে থাকি।’