ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পারস্পরিক শুল্ক আজ (৬ আগস্ট) মধ্যরাতে কার্যকর হবে। আমদানি শুল্ক হিসেবে কোটি কোটি ডলার আদায় করা হবে।’
স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা বলেন ট্রাম্প। খবর আনাদোলুর।
ট্রাম্প পোস্টে লেখেন, ‘পারস্পরিক শুল্ক আজ (৬ আগস্ট) মধ্যরাতে কার্যকর হবে! বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে সুবিধাগ্রহণকারী দেশগুলো থেকে কোটি কোটি ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে শুরু করবে।’
তিনি লেখেন, ‘আমেরিকার মহত্ত্বকে থামাতে পারেন কেবল মাত্র র্যাডিক্যাল বামপন্থি আদালত, যা আমাদের দেশকে ব্যর্থ দেখতে চায়।’
মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত আদালতে চলমান মামলাগুলোকে ইঙ্গিত করেছেন, যেখানে শুল্ক আরোপের তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে। অর্থনৈতিক ক্ষতির অভিযোগে ট্রাম্পের শুল্ক উদ্যোগের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বেশ কিছু কোম্পানি ও রাজ্য।
মামলার বাদীরা ধারাবাহিকভাবে আদালতে জয়লাভ করার পর ট্রাম্প প্রশাসনের আপিলের প্ররোচনায় মামলাগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাবে বলে প্রায় নিশ্চিত।
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সুদের হার আরও কমানোর ব্যাপারে সতর্ক থাকাকালীন শুল্ক আরোপের ফলে ভোক্তাদের জন্য দাম বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে।