ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র আবার সামরিক সরবরাহ শুরু করেছে। রোববার (১৩ জুলাই) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এই পদক্ষেপ নিলো যখন গত সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এনবিসি নিউজকে বলেছেন, তিনি ন্যাটোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন, যার ফলে ইউক্রেন জোটের মাধ্যমে মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাবে।
ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেন যে অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে গেলে তা ইউক্রেনের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে।
তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ বাড়ছে।

Discussion about this post