ডেস্ক রিপোর্ট: গ্রিসের থেসালোনিকি শহরের কাছে একটি আবর্জনার ব্যাগে পরিত্যক্ত অবস্থায় দুই হাজার বছরের পুরনো এক নারীর মার্বেলের মূর্তি পাওয়া গেছে।
গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর নিওই এপিভেতেসে একটি ডাস্টবিনের পাশে ৮০ সেন্টিমিটার (৩১ ইঞ্চি) মাথাবিহীন মূর্তিটি আবিষ্কার করেন এক বাসিন্দা। লোকটি এটি স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। কর্তৃপক্ষ এটি ভালোভাবে মূল্যায়নের জন্য প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে যোগাযোগ করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নের পরে বিশেষজ্ঞরা নির্ধারণ করেছেন, এটি হেলেনিস্টিক যুগের। এর সময়কাল প্রায় ৩২০ থেকে ৩০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, যা আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয়ের পরে শিল্প ও সংস্কৃতির বিকাশের সময় হিসেবে চিহ্নিত হয়েছিল।
মূর্তিটি আরও ভালোভাবে পরীক্ষার জন্য প্রত্নতাত্ত্বিকদের কাছে পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত সংরক্ষণ ও অধ্যয়নের জন্য স্থানীয় পুরাকীর্তি কর্তৃপক্ষের হস্তান্তর করা হবে।
মূর্তিটি কে ফেলে দিয়েছে, তা নির্ধারণের জন্য পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে সংক্ষিপ্তভাবে আটকও করা হয়। যদিও পরে কোনো অভিযোগ ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রাচীন ঐতিহ্যের জন্য বিখ্যাত দেশ গ্রিসে আকস্মিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার তুলনামূলকভাবে সাধারণ একটি বিষয়। প্রায়ই ভবন নির্মাণের সময় এসব পাওয়া যায়। গত ডিসেম্বরে এথেন্সের কাছে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন স্থাপনকারী শ্রমিকরা একটি গর্তে সমাহিত হার্মিসের একটি রোমান যুগের মূর্তি আবিষ্কার করেন।