ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের আদালতে হাজিরা দিয়েছেন দেশটির রাজপরিবার থেকে স্বেচ্ছা নির্বাসন নেওয়া সদস্য প্রিন্স হ্যারি।
মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।
২০২০ সালে সব ধরনের রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কল।
যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হন এই তারকা দম্পতি।
সে সময় থেকেই হ্যারি যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্যদের সব সুযোগ সুবিধা পান না।
এই ধারায় ব্রিটেনে অবস্থানকালে তার জন্য নির্ধারিত ব্যক্তিগত নিরাপত্তার মাত্রা কমিয়ে দেওয়া হয়। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন হ্যারি। সেটাই নিয়েই দীর্ঘদিন ধরে চলছে আইনী লড়াই।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) দিকে ওই মামলা সূত্রে আপিল আদালতে হাজিরা দেন হ্যারি।

Discussion about this post