দীর্ঘ আট বছর পর ফের বড়পর্দায় জুটি বাঁধছেন অ্যাশ ও জুনিয়র বচ্চন। তাদের নতুন ছবির নাম ‘গুলাব জামুন’। দক্ষিণ এশিয়ার জনপ্রিয় মিষ্টির নামে রাখা হয়েছে এর নাম।
ভারতের মিড-ডে পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া জানান, দেড় বছর আগেই ছবিটিতে কাজের প্রস্তাব পান তারা। তবে শুটিং শুরুর কোনও পরিকল্পনা হয়নি তখন।
অ্যাশ বলেছেন, “আমরা ‘গুলাব জামুন’-এ কাজ করতে রাজি হয়েছি। এর চিত্রনাট্য চমৎকার। এতে আমাদের দারুণ মানাবে মনে হচ্ছে। বাস্তবের স্বামী-স্ত্রী যদি কোনও ছবিতে কাজ করতে চায়, তাহলে চিত্রনাট্য হতে হয় অসাধারণ।”
‘গুলাব জামুন’ পরিচালনা করবেন ‘গ্যাংস অব ওয়াসেপুর’ খ্যাত অনুরাগ কাশ্যাপ। তার পরিচালনায় এখন ‘মানমারজিয়া’ নামের একটি ছবিতে অভিনয় করছেন অভিষেক। এতে আরও আছেন তাপসী পান্নু। এটি দেখানো হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
অন্যদিকে ঐশ্বরিয়ার নতুন ছবি ‘ফান্নে খান’ মুক্তি পাবে আগামী ৩ আগস্ট। এতে তাকে দেখা যাবে পপ সেনসেশন বেবি সিং চরিত্রে। ছবিটিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও রাজকুমার রাও।

Discussion about this post