Print Date & Time : 10 September 2025 Wednesday 1:15 pm

আট জিম্মি মারা গেছে, ইসরাইলকে জানাল হামাস

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে ২৬ জন জিম্মি অবস্থায় রয়েছে। সেই জিম্মিদের মধ্যে অন্তত আটজন মারা গেছে। বিষয়টি ইতোমধ্যে ইসরাইলকে জানিয়েছে হামাস। যুদ্ধবিরতির সঙ্গে সম্পর্কিত একজন বিষয়টি দ্য টেলিগ্রাফকে জানিয়েছে।

বিট্রিশ গণমাধ্যমটি বলছে, যে আটজন মারা গেছে তাদের তালিকা গতকাল রাতে ইসরাইলকে দিয়েছে হামাস। কোন কোন জিম্মি জীবিত রয়েছে তা এখনও পরিষ্কার নয়।

হিব্রু মিডিয়া জানিয়েছে, জিম্মিদের পরিবারের সঙ্গে কথা বলেছে ইসরাইল। জিম্মিদের সুস্থতা নিয়ে পরিবারগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

জীবনের অনিশ্চয়তায় থাকা জিম্মিদের মধ্যে রয়েছে শিরি বিবাস, তার স্বামী ইয়ারডেন এবং তাদের দুই ছেলে এরিয়েল ও কফির। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় পরিবারটির সদস্যদের তুলে নিয়ে যায় হামাস, যার ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ পেয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মা বিবাস তার সন্তাদের জড়িয়ে রেখেছেন।

হামাসের দাবি, ইসরাইলের বোমা হামলায় পরিবারটির সদস্যরা মারা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি তেল আবিব।