ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে পড়া নাসার দুই নভোচারীকে ফিরিয়ে আনতে রকেট পাঠিয়েছে ইলন মাস্কের স্পেসএক্স। শুক্রবার (১৪ মার্চ) ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩ মিনিটে ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণ করা হয়, যা নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চার নভোচারীকে নিয়ে রওনা দেয়।
নতুন ক্রু সদস্যরা আইএসএস-এর নিয়মিত কার্যক্রমেও অংশ নেবেন। সব ঠিক থাকলে আগামী দুই দিনের মধ্যে পৃথিবীর উদ্দেশে যাত্রা করবেন প্রায় নয় মাস ধরে মহাকাশে আটকে থাকা বুচ উইলমোর (৬১) ও সুনি উইলিয়ামস (৫৮)। তবে তাদের ফেরার সময় নির্ভর করবে আবহাওয়ার পরিস্থিতির ওপর।
উল্লেখ্য, গত বছরের জুনে আট দিনের মিশনে আইএসএস-এ যান উইলমোর ও উইলিয়ামস। কিন্তু বোয়িং স্পেসক্র্যাফটের নিরাপত্তাজনিত সমস্যার কারণে তারা আর ফিরতে পারেননি।