ডেস্ক রিপোর্ট: ভারতের মহারাষ্ট্রে একটি ট্রেনে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়েছে। ফলে আতংকিত হয়ে ট্রেন থেকে লাফ দিয়েছেন বেশকিছু যাত্রী। এ সময় অপর ট্রেনে কাটা পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশে জানিয়েছে, মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাচোড়ার এলাকার কাছাকাছি ছিল পুষ্পক এক্সপ্রেস নামের একটি ট্রেন। এ সময় ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। ফলে কিছু যাত্রী ট্রেনটি থামাতে চেইন টানেন। অন্যদিকে বেশকিছু যাত্রী ট্রেন থেকে লাফ। তখন বিপরীত দিক থেকে আসা দিল্লিগামী কর্ণাটক এক্সপ্রেসে কাটা পড়ে তারা নিহত হন।
রেলওয়ে বিভাগের কর্মকর্তারা জানান, জ্যামিংয়ের কারণে ট্রেনের ভেতরে স্ফুলিঙ্গ তৈরি হয়। এতে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ট্রেনে আগুন লেগেছে ভেবে কয়েকজন যাত্রী লাফ দিলে তারা কাটা পড়েন।
কর্মকর্তারা জানান, আহতদের উদ্ধারে ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে। এ ঘটনায় মহারাষ্ট্রের মুখমন্ত্রী দেবেন্দ্র ফার্নান্দিস শোক জানিয়েছেন।
মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাটিল জানান, রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন। তারা গেলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
Discussion about this post