ডেস্ক রিপোর্ট: দিনের শুরু হয় সূর্য ওঠার মাধ্যমে। প্রতিদিনের এই নিয়মে ব্যাঘাত ঘটবে একটি অঞ্চলে। আগামী দুই মাস সূর্যের মুখ দেখতে পাবেন না এই বিশেষ শহরের বাসিন্দারা। শহরটি যুক্তরাষ্ট্রের আলাস্কার উটকিয়াগভি শহর। এই শহরে ২০২৫ সালের জানুয়ারির আগ পর্যন্ত আর সূর্য ফিরবে না। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (১৮ নভেস্বর) উটকিয়াগভি শহরে ৩০ মিনিটের জন্য সূর্য দেখা গিয়েছিল। এরপর সেখানে সূর্য অস্ত যায়। ওই সূর্যাস্তের পর সেখানে ‘পোলার নাইট’ শুরু হয়েছে।
তবে সূর্য দেখা যাবে না মানে ২৪ ঘণ্টাই সবকিছু অন্ধকারে ডুবে থাকবে তা নয়।
এই পোলার নাইট ৬৫ দিন পর্যন্ত থাকে। উত্তর গোলার্ধ থেকে একটি অঞ্চল যত দূরে থাকবে সেখানে পোলার নাইটের সময় তত বাড়বে।
আগামী ২২ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে আলাস্কার উটকিয়াগভিতে পোলার নাইট শেষ হবে। তখন সেখানে আবার সূর্য দেখা যাবে। খবর: ইউএসএ টুডে