Print Date & Time : 4 July 2025 Friday 3:18 pm

আইআরজিসি’র সদরদপ্তরে ইসরায়েলি হামলা

ডেস্ক রিপোর্ট: ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদরদপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ জুন) ইসরায়েলি বাহিনী বলেছে, তারা তেহরানে আইআরজিসি’ সদরদপ্তরে হামলা চালিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনাল ও সিএনএনের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনী বলেছে, এই সদরদপ্তরগুলোতে আইআরজিসির কর্মীরা মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি শাখাগুলোর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা করেছিল।

তবে ইসরায়েলি হামলায় আইআরজিসির সদরদপ্তরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে গত শুক্রবার ইসরায়েলি হামলায় আইআরজিসি’র কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি নিহত হন।

এ ছাড়া ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধানও নিহত হয়েছেন। আইআরজিসির নিহত গোয়েন্দাপ্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। রোববার ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।