Print Date & Time : 22 July 2025 Tuesday 4:29 am

অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে পড়ে বিধ্বস্ত হেলিকপ্টার

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কেইরিনস শহরে হোটেলের ওপর ভেঙে পড়েছে একটি হেলিকপ্টার। সোমবার (১২ আগস্ট) স্থানীয় সময় রাত দেড়টার দিকে হিলটন হোটেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ভবনটির ছাদে আগুন ধরে যায়। খবর রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, হোটেলের ছাদে দুই ইঞ্জিনের ওই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এতে পাইলট ও অপর একজন আরোহী নিহত হয়েছেন।

সেখানকার জরুরি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, হোটেলটির সুইমিংপুলে হেলিকপ্টারের প্রোপেলারের একটি অংশ ভেঙে পড়ে। এ ঘটনায় দুজন দর্শনার্থীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর শতাধিক ব্যক্তিকে ওই হোটেল থেকে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের আনুষ্ঠানিকভাবে শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে তোলা ছবিতে ওই হোটেল ভবনের ছাদে আগুন জ্বলতে দেখা যায়। ভোরের দিকে আগুন নিভিয়ে ফেলা হয়।

কেইরিনস শহরটি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। বিখ্যাত গ্রেট বেরিয়ার রিফের প্রবেশদ্বার বলা হয় এটিকে। অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা দপ্তরের বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।