Print Date & Time : 11 September 2025 Thursday 9:44 pm

অবৈধ অস্ত্র জমা দিলে টাকা দেবে মেক্সিকো সরকার

ডেস্ক রিপোর্ট: অবৈধ অস্ত্র জমা দেওয়ার বিনিময়ে নাগরিকদের আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো সরকার। সম্প্রতি দেশটির সহিংস অপরাধ কমানোর জন্য নাগরিকদের অস্ত্র সমর্পণের নতুন এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মেক্সিকো সরকার।

সোমবার (০৬ জানুয়ারি) মেক্সিকো আর্থিক প্রণোদনার বিষয়টি উল্লেখ করে একটি সরকারি গেজেট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন গির্জায় সরকারি কর্মকর্তারা আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে এই অস্ত্র সংগ্রহ করবেন। খবর এএফপি।

সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, নাগরিকরা মেশিনগান এবং অ্যাসাল্ট রাইফেলসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র জমা দিলে তার বিনিময়ে আর্থিক পুরস্কার হিসেবে, রিভলভার জমা দিলে ৪৩০ ডলার, একে-৪৭ রাইফেল জমা দিলে ১,২০০ ডলার এবং মেশিনগান জমা দিলে ১,৩০০ ডলার দেওয়া হবে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম, যিনি একসময় মেক্সিকো সিটির মেয়র ছিলেন, গত মাসে এক সভায় বক্তৃতায় নাগরিকদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অস্ত্র সমর্পণের জন্য গির্জাগুলিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এবং এই উদ্যোগে যোগ দেওয়া নাগরিকদের বিচার করা হবে না।

এই কর্মসূচি নিয়ে যে সব নাগরিক দ্বিধায় আছেন এমন সব নাগরিকদের আশ্বস্ত করে তিনি বলেছেন, তারা যদি অস্ত্র ত্যাগ করে, তাহলে তাদের বিচার করা হবে না।

প্রসঙ্গত, মেক্সিকো দেশটিতে লাগাতার সহিংস অপরাধের বৃদ্ধি, বিশেষ করে অবৈধ মাদক ব্যবসার কারণে, দেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত খারাপ। ২০২৩ সালে দেশটিতে ৩১,০৬২ জন খুন হয়েছেন, যাদের মধ্যে ৭০ শতাংশ মানুষ গুলিতে নিহত হয়েছেন।

দেশটির সরকারের মতে, দেশের অস্ত্র কেনাবেচা কঠোরভাবে নিয়ন্ত্রিত, তবে সীমান্তের পাশ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র পাচার রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মেক্সিকো সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে।