ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। সোমবার (২১ জুলাই) সকালে সিডনি থেকে ছেড়ে আসা ফ্লাইট ‘ভিএ১৫৮’ হোবার্টের উদ্দেশে রওনা হয়। তবে অবতরণের ঠিক আগে কেবিনে হঠাৎ করে আগুন ধরে যায়, ছড়িয়ে পড়ে ধোঁয়া। তাৎক্ষণিক পদক্ষেপে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
জানা যায়, স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর হোবার্টে অবতরণের সময় বোয়িং ৭৩৭-৮এফই মডেলের বিমানটির কেবিনে আগুনের সূত্রপাত ঘটে। কেবিন ধোঁয়ায় ভরে ওঠে, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেবিন ক্রুদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যাত্রীর লাগেজের মধ্যে থাকা একটি পাওয়ার ব্যাংক বা লিথিয়াম ব্যাটারি থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কেবিন ক্রুরা একটি ওভারহেড কম্পার্টমেন্ট খুলে সেখানে আগুনে পোড়া ব্যাটারি দেখতে পান।
বিমান কর্তৃপক্ষ জানায়, অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু হলেও তা কার্যকর না হওয়ায় কেবিন ক্রুরা পানির বোতল ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। এ সময় যাত্রীদের অনেকেও পানি দিয়ে সহযোগিতা করেন।
পালস তাসমানিয়া নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের ভেতর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, এক কেবিন ক্রু ধোঁয়া উঠতে থাকা ব্যাগে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করছেন এবং যাত্রীরা পানির বোতল দিয়ে সাহায্য করছেন।
ভার্জিন অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানান, বিমানের কেবিনে আগুন লাগার ঘটনা ঘটলেও তা অবতরণের আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরে হোবার্ট বিমানবন্দরে পৌঁছে দমকলকর্মীরা ব্যাগটি উদ্ধার করেন।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে ঘটনাটি যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করে এবং লিথিয়াম ব্যাটারি বহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Discussion about this post